হাওজা নিউজ এজেন্সি: ইমাম বাকির (আ.) বলেন,
مُرُوا شِيعَتَنَا بِزِيَارَةِ قَبْرِ الْحُسَيْنِ عليه السلام، فَإِنَّ إِتْيَانَهُ يَزِيدُ فِي الرِّزْقِ، وَيَمُدُّ فِي الْعُمْرِ، وَيَدْفَعُ مَدَافِعَ السُّوءِ. وَإِتْيَانُهُ مُفْتَرَضٌ عَلَى كُلِّ مُؤْمِنٍ يَقِرُّ لِلْحُسَيْنِ بِالإِمَامَةِ مِنَ اللّهِ.
“আমাদের শিয়াদের আদেশ দাও যেন তারা ইমাম হুসাইন (আ.)–এর কবর জিয়ারত করে; কারণ তাঁর জিয়ারত রিজিক বৃদ্ধি করে, জীবন দীর্ঘায়িত করে এবং অকল্যাণ ও বিপদ-আপদ দূর করে। আর তাঁর জিয়ারত প্রত্যেক মুমিনের জন্য ওয়াজিব, যে ইমাম হুসাইন (আ.)–এর ইমামতকে আল্লাহর পক্ষ থেকে স্বীকার করে।”
[কামিলুজ জিয়ারাত, অধ্যায় ৬, হাদিস নং ১]
আপনার কমেন্ট